অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে মাছ ধরার সময় তিমির ধাক্কায় ছোট নৌকা উল্টে একজন মারা গেছে

নৌকা উল্টে একজন মারা গেছে এবং আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শনিবার সকাল ৬টায় সিডনি থেকে প্রায় ১৪ কিলোমিটার (নয় মাইল) দক্ষিণ-পূর্বে লা পেরোসে নৌকাটি তিমির দ্বারা আঘাতপ্রাপ্ত হলে এ ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা দুজন পানিতে ছিটকে পড়ে যায়। পুলিশ জানায়, একটি নৌকা পানিতে পড়ে থাকতে দেখে অন্য নৌকায় থাকা লোকেরা পুলিশকে খবর জানায়।

আল জাজিরা জানায়, ৫৩ বছর বয়সী একজনকে পানি থেকে উঠিয়ে প্যারামেডিকদের দ্বারা চিকিৎসা দেয়া হয় এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নৌকায় থাকা দ্বিতীয় ব্যক্তি (৬১ বছর বয়সী) অজ্ঞান হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এক বিবৃতিতে পুলিশ জানায়, নৌকাটি সম্ভবত একটি তিমি দ্বারা আঘাতের শিকার হয়েছে, যার ফলে নৌকাটি হেলে পড়ে দুইজনই পানিতে পড়ে যায়। এ ঘটনাকে “দুঃখজনক দুর্ঘটনা” হিসেবে বর্ণনা করেছেন ওয়াটার পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট সিওভান মুনরো।

মুনরো জানান, “এই মুহূর্তে অস্ট্রেলিয়ার উপকূলে প্রচুর তিমি রয়েছে এবং নৌকার পাশে তিমি চলে আসার অনেক উদাহরণ রয়েছে।” অস্ট্রেলিয়ার একটি বিস্তৃত উপকূলরেখা রয়েছে এবং এর পানিতে ১০টি বড় এবং ২০টি ছোট প্রজাতির তিমি রয়েছে। তবে তিমির কারণে মানুষের মৃত্যু বিরল দেশটিতে।

অস্ট্রেলিয়ার শীতের মাসগুলিতে হাম্পব্যাক এবং দক্ষিণ ডানদিকের তিমিরা উত্তরে উষ্ণ প্রজনন স্থলে ভ্রমণ করে, সেপ্টেম্বর এবং নভেম্বরের মধ্যে দক্ষিণ দিকে ফিরে আসে।

নিউ সাউথ ওয়েলস মেরিটাইম নির্বাহী পরিচালক মার্ক হাচিংস স্থানীয়দের সতর্ক করে বলেন যে, “পানিতে থাকা একটি প্রাপ্তবয়স্ক তিমি থেকে ১০০ মিটার দূরে এবং তিমির সাথে বাচ্চা থাকলে সেক্ষেত্রে ৩০০ মিটার দূরে থাকতে হবে।“

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *