উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল নিয়ে কটাক্ষ করেন দিলীপ

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল নিয়ে বলতে গিয়ে দিলীপ কটাক্ষ করেন, ‘উত্তরপ্রদেশে গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে ওখানে অখিলেশের দোকান বন্ধ করে দিয়েছে।’

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা তে ঘাটাল সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, ‘মোদীজী চেয়েছিলেন’ কংগ্রেস মুক্ত ভারত, সেটা মানুষ বুঝেছেন । কংগ্রেসের যে পরিবারতন্ত্র রাজনীতি আস্তে আস্তে মুছে যাচ্ছে । ভারতবর্ষের যত দুর্নীতি, করাপশন বিচ্ছিন্নতাবাদ, এর জন্ম দিয়েছে কংগ্রেস । সাধারণ মানুষ যেমন দিল্লিতে এক্সপেরিমেন্ট করেছে আপকে দিয়ে ঠিক সেই রকমই পাঞ্জাবে ও সাধারণ মানুষ এক্সপেরিমেন্ট করছেন ।’ গোয়ার ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা লাড্ডু খাব ওনারা লজেন্স খাবেন ।’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *