বাপের বাড়িতে পারিবারিক আশান্তির জেরে বিষপানে আত্মঘাতী হলেন গৃহবধূ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। পারিবারিক আশান্তির জেরে বিষপানে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বিষপান করা গৃহবধূর। মৃত গৃহবধূর নাম পূজা দেবনাথ। দক্ষিণ ত্রিপুরা জেলার পাইখোলা স্থিত খোকন দেবনাথের সাথে চার বছর আগে বিয়ে হয়েছিল পূজার। বিয়ের পর স্বামীর অত্যাচারে তিন বছর আগে বাপের বাড়িতে চলে যায় পূজা।

তারপর স্বামীর বাড়ি থেকে মিথ্যা মামলা দেওয়া হয় পূজার বিরুদ্ধে। পূজা তার পিতা নির্মল দেবনাথ এর বাড়িতেই থাকতে শুরু করে। এরই মধ্যে শুক্রবার ইঁদুর মারার ঔষধ খেয়ে ঘরে অসুস্থ হয়ে পড়ে পূজা। সাথে সাথে বাড়ির লোকজনেরা তাকে নিয়ে যায় শান্তিরবাজার হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক পূজাকে রেফার করে জিবি হাসপাতালে। কিন্তু জিবিতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে পূজা। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। পূজার বাপের বাড়ি মহুরিপুরে। আচমকা কেন পূজা বিষপান করেছে সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা পরিবারের লোকজনদের মধ্যে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *