স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৮ সেপ্টেম্বর ।। ‘প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা’রউপর মতামত লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষরিত শংসাপত্র পেলেন দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিদ্যাপিঠ দ্ধাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বর্তমানে জেলার চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির চ্যায়ারম্যান লক্ষ্মণ মালাকার।
লক্ষ্মণ মালাকার জানান, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর দফতর থেকে পরীক্ষা পে চর্চা এ বিষয়ের উপর মতামত দেওয়ার কথা জানিয়েছিল। তিনি মতামত দিতে গিয়ে জানিয়েছেন পরীক্ষা ভালো ফল করলেই হবে না, তার পাশাপাশি নৈতিক শিক্ষা খুব দরকার। নিজের প্রতি পরিবারের মা,বাবা,ভাই,বোন, আত্মীয় পরিজন বন্ধু, বান্ধব এমনকি প্রতিবেশীদের সাথে প্রতি শ্রদ্ধা থাকতে হবে। পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি নিজের মা,বাবার প্রতি দেশের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। মাতৃভূমিকে ছেড়ে অন্যদেশে চলে যাওয়া এটা কোন ভাবে কাম্য নয়।
স্বামী বিবেকানন্দের বিভিন্ন চিন্তা ধারা, দর্শন, নিয়েও লেখনির মধ্যে তুলে ধরে মতামত প্রকাশ করেন।এই মতামত প্রকাশ করার পর প্রধানমন্ত্রী লক্ষন মালাকারের মতামত যে গ্ৰহন করেছেন প্রধানমন্ত্রী স্বাক্ষরিত শংসাপত্র পাঠিয়ে প্রমাণ করে দিলেন। এই শংসাপত্র পেয়ে লক্ষ্মণ মালাকার খুব খুশি ও আনন্দিত। এর আগেও তিনি এশিয়া বুকস অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুকস অফ রেকর্ড এ পুরস্কৃত হন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্হতা কামনা করেন।