কমলাসাগরের নতুন কলোনিতে গাঁজা সহ পাটনার যুবককে গ্রেফতার করল মধুপুর থানার পুলিশ

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৬ সেপ্টেম্বর।। কমলাসাগর নতুন কলোনিতে গাঁজা সহ মধুপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার বহিঃরাজ্যের যুবক। কমলাসাগরস্থিত ১৫০ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ জওয়ানরা ও মধুপুর থানা পুলিশ কমলাসাগর নতুন কলোনি এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়। ঠিক সেই সময়ই দীপক কুমার ৪ কেজি শুকনো গাঁজা প্যাকেটিং করে আগরতলা হয়ে পাটনার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পুলিশ হাতে গ্রেপ্তার হয়। ওই যুবকের বাড়ি পাটনায়।

তার বিরুদ্ধে মধুপুর থানায় এনডিপিএস অ্যাক্টে একটি মামলা গ্রহণ করা হয়। মধুপুর থানায় পূর্বেও গ্রেফতার বহিঃরাজ্যের যুবক দীপক কুমারের বিরুদ্ধে অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িত থাকার মামলা রয়েছে।আগামীকাল মধুপুর থানা থেকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে তাকে। তবে দিপু কুমার এই শুকনো গাঁজাগুলি কোথায় থেকে ক্রয় করেছে, কারা কারা নেশা জাতীয় ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, মধুপুর থানা পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।

জানা যায় প্রতিনিয়ত কমলাসাগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার করা হচ্ছে। কমলাসাগর বিধানসভায় পুলিল নেশা কারবারিদের বিরুদ্ধে যদি কোন রকম ভূমিকা গ্রহণ করে তাহলে শাসক দলের আশ্রিত দুষ্কৃতকারীর নানা ভাবে বাধা সৃষ্টি করে বলে খবর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *