স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৫ সেপ্টেম্বর।। যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম নরেন্দ্র মলসম(১৯)। দূর্ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত শালকা কামি এলাকায় সোমবার দুপুরে।আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে টিআর-০৪-সি৫৫৫১ নম্বরের একটি বাইক নিয়ে তেলিয়ামুড়ার দিক থেকে দুই বন্ধু আমবাসার দিকে যাওয়ার পথে শালকা কামি এলাকায় আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের টিআর-০১- এইচ-০৮৮৫ নম্বরের একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে বাইকের পেছনে বসে থাকা নরেন্দ্র মলসম নামের ১৯ বছরের ওই যুবক বাইক থেকে ছিটকে পড়ে। পরবর্তীতে ওই যুবককে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে।এই দূর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে আসে মুঙ্গিয়াকামি থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে। অন্যদিকে খবর দেওয়া হয় মৃত যুবকের পরিবারের লোকজনদের। জানা যায়, মৃত যুবকের বাড়ি আমবাসায়।এই মর্মান্তিক যান দুর্ঘটনার জেরে যুবকের মৃত্যুর ঘটনায় তেলিয়ামুড়া মহাকুমাজুড়ে শোকের ছায়া নেমে আসে।