বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিলোনিয়ায় সিপিএমের বিক্ষোভ মিছিল, নিগম অফিসে ডেপুটেশন

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৫ সেপ্টেম্বর।। বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো বামপন্থীরা। ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবি সহ অস্বাভাবিক ভাবে বিদ্যুৎ বিল বৃদ্ধির বিরোধীতা করে প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুর বারোটা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কমিটি ।

বিদ্যুৎ নিগমেরে বিক্ষোভ কর্মসূচির আগে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে। প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে মিলিত হয়ে বিক্ষোভ দেখাল বাম কর্মী সমর্থকরা।সেখান থেকে চারজনের একটি প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের আধিকারিক এর হাতে দাবি সনদ তুলে দেন।

দাবি সনদে উল্লেখিত বিষয়গুলো হল বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব বেসরকারির হাতে তুলে দেওয়া চলবে না।, বিদ্যুৎ মাশুল বৃদ্বি রুখতে হবে। লোডশেডিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। বিলোনিয়ায় তৃতীয় ফিডার চালু করে পরিষেবা উন্নয়ন করতে হবে। এই দাবিগুলো নিয়ে ডেপুটেশনে মিলিত হয়।

ডেপুটেশন শেষে প্রতিনিধি দল জানায় আধিকারিক তাদের বিষয়গুলো শুনেন এবং আলোচনা করেন। তিনি জানান যে সমস্ত বিষয়গুলো তার এক্তিয়ারের মধ্যে আছে সেগুলো তিনি দেখবেন। বাকি বিষয়গুলো তিনি উর্ধতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বাস দেন।চারজনের প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম বিলোনীয়া মহকুমা কমিটির সদস্য আশীষ দত্ত, নির্মল ভৌমিক, নারী নেত্রী বকুল দেবনাথ, যুব নেতা মধুসুদন দত্ত। এছাড়া বামপন্থীদের মিছিল ও বিক্ষোভ সভায় ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনীয়া ও ঋষ্যমুখের বিধায়ক দীপংকর সেন ও অশোক মিত্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *