ঘানার উত্তরাঞ্চলীয় একটি জেলা শহরে এক বাসে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত

অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। ঘানার উত্তরাঞ্চলীয় একটি জেলা শহরে এক বাসে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত হয়েছে। শহরটি বুরকিনা ফাসোর সীমান্তে অবস্থিত। সেখানে ইসলামপন্থী সহিংসতা নিয়ে জাতিগত উত্তেজনা ও উদ্বেগ রয়েছে। গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় এক কর্মকর্তা এই কথা জানিয়েছেন।এর আগে বৃহস্পতিবার সকালে একটি বাস লক্ষ্য করে হামলা চালানো হয়। বাসটিতে অধিকাংশ যাত্রীই ছিল নারী।

তারা স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। ঘানার আপার ইস্ট রিজিওনের পুসিগা জেলার অস্থিরতাপূর্ণ বাউকু এলাকায় এই হামলা চালানো হয়।স্থানীয় মেয়র পুসিগা জেলার প্রধান জুবেইরু আব্দুলাই বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বুরকিনা ফাসো এবং টোগো উভয় দেশের সীমান্তের কাছে একটি জঙ্গলের কাছে বাসটি অতর্কিত হামলার শিকার হলে নয়জন নিহত হয়। বাইকু এলাকায় চরম অস্থিরতা বিরাজ করায় পুলিশি পাহারায় বাসটি নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *