অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। বলিউড তারকা মালাইকা অরোরাকে নিয়ে নানা গুঞ্জন মাঝে মাঝেই চাউর হয়ে উঠে। কিন্তু মেয়েকে নিয়ে অবিরত ট্রোলে বিধ্বস্ত তার মা-বাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন মালাইকা। অর্জুন কাপুরের প্রেমিকার কথায়, ‘কে আমাকে নিয়ে কী বলল, মাঝেমধ্যেই আমার মা-বাবা আমাকে জানাতে চায়। শেষ পর্যন্ত আমি ওদের সঙ্গে বসে কথা বলেছিলাম। ওই সব নোংরা জিনিস পড়ার অভ্যাস ত্যাগ করতে বলেছি ওদের। এ সব পড়ে সময় না করার পরামর্শ দিয়েছি।’
মালাইকার কথা শুনেছেন মা-বাবা। মেয়ের মতো নেতিবাচক মন্তব্য ছুঁতে পারে না তাদের। সব বিতর্ক তুড়িতে উড়িয়ে দিয়ে প্রেমিক অর্জুন কাপুরও মালাইকার পাশে। তিনি বলেন, ‘আমি ওর পাশে থাকব। ও আমার পাশে থাকবে। আমাকে এবং আমাদের সম্পর্ককে ও খুবই সম্মান দেয়। তাই আমিও ওকে শ্রদ্ধা করি।’