অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।। উত্তর প্রদেশের বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, আজ আমি এমন একটি দিনে কাশীতে এসেছি, যখন চাঁদের শিবশক্তি পয়েন্টে ভারতের পৌঁছনোর এক মাস পূর্ণ হচ্ছে। শিবশক্তির একটি স্থান চাঁদে এবং শিবশক্তির অন্য স্থান এখানে কাশীতে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কাশীতে আজ একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই স্টেডিয়ামটি কেবল বারাণসীর যুবকদের জন্যই নয়, পূর্বাচলের জন্যও একটি আশীর্বাদ হবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই স্টেডিয়ামের কাজ শেষ হলে ৩০ হাজারের বেশি মানুষ এখানে বসে ম্যাচ দেখতে পারবে। এই স্টেডিয়ামের ছবি সামনে আসার পর থেকে কাশীর প্রতিটি মানুষ উল্লসিত হয়ে উঠেছে।
মোদীর কথায়, এখন ক্রিকেটের মাধ্যমে বিশ্বের সঙ্গে যুক্ত হচ্ছে ভারত। ক্রিকেট খেলতে এগিয়ে আসছে নতুন দেশ। স্পষ্টতই আগামী দিনে ক্রিকেট ম্যাচের সংখ্যা বাড়তে চলেছে। ম্যাচের সংখ্যা বাড়লে নতুন স্টেডিয়ামের প্রয়োজন হবে। এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেই চাহিদা পূরণ করবে। গোটা পূর্বাঞ্চলের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে চলেছে এই স্টেডিয়াম।