রাজ্য সরকার ভবিষ্যৎ প্রজন্মকে গুণগত শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৩ সেপ্টেম্বর।। ত্রিপুরা সরকার ভবিষ্যৎ প্রজন্মকে গুণগত শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে বলে দাবি করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, গুণগত শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করতে হবে।

যে দেশের মানুষ যত বেশী জ্ঞানী সেই দেশ ততো বেশী উন্নত।শনিবার মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেন, কেন্দ্রীয় সরকার চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে। রাজ্য সরকার চাইছে এক ত্রিপুরা-উন্নত ত্রিপুরা গঠন করতে।মন্ত্রী রতন লাল নাথ আরও বলেন, আজ যারা ছাত্রছাত্রী তারাই ভবিষ্যতে রাজ্য ও দেশকে নেতৃত্ব দেবে। তাই প্রতিটি ছাত্রছাত্রীকে গুণগত শিক্ষায় শিক্ষিত করে তোলা শিক্ষক শিক্ষিকাদের অন্যতম দায়িত্ব।

সন্তানদের সঠিক পথ দেখানোর দায়িত্ব তাদের অভিভাবকদেরও। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।প্রসঙ্গত, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রিণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, শিক্ষা দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের ওএসডি সুদীপ সরকার প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *