নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : আইনসভায় মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ সংক্রান্ত ১২৮-তম সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হয়েছে। রাজ্যসভায় বৃহস্পতিবার রাতে “নারী শক্তি বন্দন অধিনিয়ম শীর্ষক” বিলটি অনুমোদিত হয়। বিলের পক্ষে ভোট দেন ২১৪ জন সদস্য। বিপক্ষে একটিও ভোট পড়েনি। লোকসভায় বুধবারই বিলটি পাশ হয়েছে।
রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মহিলাদের আসন সংরক্ষণ বিলের ওপর ইতিবাচক আলোচনা হয়েছে। উভয়সভার ১৩২ জন সদস্য এতে অংশ নিচ্ছেন। বিলটিকে সমর্থন করার জন্য সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি। পরে টুইট করে প্রধানমন্ত্রী জানান, “আমাদের দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মুহূর্ত! ১৪০ কোটি ভারতীয়কে অনেক অভিনন্দন! নারী শক্তি বন্দন আইন সম্পর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য সমস্ত রাজ্যসভার সাংসদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সর্বসম্মতিক্রমে পাশ হওয়া খুবই উৎসাহব্যঞ্জক।”