মহিলা সংরক্ষণ বিল পাশে খুশি রাহুল, তবুও বললেন বাস্তবায়নেই সমস্যা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় খুশি ব্যক্ত করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, মহিলা সংরক্ষণ বিল দুর্দান্ত, তবে আমরা দুটি বিষয় জানতে পেয়েছি যে তার আগে আদমশুমারি এবং আসন পুনর্বিন্যাস করা দরকার। এই দুটির জন্যই কয়েক বছর সময় লাগবে। সত্য হল যে সংরক্ষণ আজই কার্যকর করা যেতে পারে… এটি কোনও জটিল বিষয় নয়, কিন্তু সরকার তা করতে চায় না।

সরকার এটা দেশের সামনে উপস্থাপন করেছে, কিন্তু এখন থেকে ১০ বছর পর তা বাস্তবায়ন করা হবে। কেউ জানে না এটি আদৌ বাস্তবায়িত হবে কি-না। এটি একটি বিভ্রান্তিকর কৌশল।”কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “সমস্যা হল বাস্তবায়ন। তারা যা বলেছে তা হল – আমরা সদনে একটি বিল উত্থাপন করছি, কিন্তু আমরা এখন থেকে ১০ বছর পরে এটি বাস্তবায়ন করব। এর অর্থ কী?…আমরা একমত বিলের পাশে, অবিলম্বে কার্যকর করুন এবং ভারতের মহিলাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *