সনাতন ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে উদয়নিধি, নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : সনাতন ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। এক আবেদনের প্রেক্ষিতে উদয়নিধি স্ট্যালিনকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।তামিলনাড়ু সরকার এবং ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের কাছ থেকে ”সনাতন ধর্ম” নিয়ে মন্তব্যের জন্য জবাব চাওয়া হয়েছে।

বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম. ত্রিবেদীর একটি বেঞ্চ অ্যাডভোকেট জি. বালাজির প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট বি. জগন্নাথের দায়ের করা পিটিশনের উপর নোটিশ জারি করেছে, যাতে তামিলনাড়ু পুলিশকে অবিলম্বে উদয়নিধি এবং অন্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।উদয়নিধি ছাড়াও এমপি এ রাজা, এমপি থিরুমাবলাভান, এমপি সু ভেঙ্কটেসন, তামিলনাড়ুর ডিজিপি, বৃহত্তর চেন্নাই পুলিশ কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, হিন্দু ধর্মীয় ও দাতব্য এনডাউমেন্ট বিভাগের মন্ত্রী পি কে সেকার বাবু, তামিলনাড়ু রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পিটার আলফোনস এবং অন্যান্যদের নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *