নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলা ক্ষমতায়নে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া প্রসঙ্গে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ার পর শুক্রবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানানো হয়। সেই অনুষ্ঠানে নাড্ডা বলেন, “এটি আমাদের সকলের জন্য একটি অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত। আমরা সবাই এই মুহূর্তের প্রত্যক্ষদর্শী হয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা সবাই এই মুহূর্তটির জন্য দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করছিলাম। দূরদর্শিতা, অটল সংকল্প এবং দৃঢ় অভিপ্রায় নিয়ে প্রধানমন্ত্রী ‘নারী শক্তি বন্দন বিল’ যথাসময়ে পাশ করিয়েছেন।
এ জন্য আমরা তাকে অভিনন্দন জানাই।”নাড্ডা বলেছেন, “শুধু এই একটি নয়, নারীর ক্ষমতায়নের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদীজিও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান করেছেন।” নাড্ডা আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীজি নারীর ক্ষমতায়নের জন্য অনেক কর্মসূচি পরিচালনা করেছেন। স্বচ্ছ ভারত অভিযানের অধীনে ১২ কোটি বোনকে ইজ্জত ঘর (শৌচাগার) দেওয়া হয়েছে। যে জন্য ইউনিসেফও প্রশংসা করেছে।