সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগিজ ক্লাব

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। গত মাসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিসবন সফরে গিয়ে বড় জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। স্পোর্টিং লিসবনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছিল পেপ গার্দিওলার দল।

কোয়ার্টার ফাইনালে যেতে হলে ফিরতি লেগে ইতিহাদে অবিশ্বাস্য কিছু করতে হতো লিসবনকে। কিন্তু সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগিজ ক্লাবটি। দল বিদায় নিলেও মাঠে নেমে ইতিহাস গড়েছেন স্পোর্টিং সিপির নতুন তারকা রদ্রিগো রিবেইরো।

চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে খেলা সবচেয়ে কমবয়সী খেলোয়াড় এখন তিনি। ম্যাচের ৮৯তম মিনিটে মাঠে নামেন ১৭ বছরে পা দিতে যাওয়া এই কিশোর। রেকর্ড গড়ার দিনে তার বয়স ছিল ১৬ বছর ৩১৫ দিন।

তবে চ্যাম্পিয়নস লিগে খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলারের রেকর্ডটি ইউসোফা মউকোকোর। ২০২০ সালে আসরের গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৬ বছর ১৮ দিনে রেকর্ডটি গড়েন এই জার্মান স্ট্রাইকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *