বিজয় শঙ্খনাদ কর্মসূচি নিয়ে উত্তর জেলার বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল কর্মশালা

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২০ সেপ্টেম্বর।। বিজয় শঙ্খনাদ কর্মসূচি নিয়ে উত্তর জেলার বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। বুধবার উত্তর জেলা বিজেপি কার্যালয়ে এই কর্মসূচিকে সামনে রেখে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।এই কর্মশালায় মূলত আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্তরের কার্যকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করার পরিকল্পনা হাতে নিয়ে কী ধরনের কার্যকলাপ চালিয়ে যাবে তা নিয়ে এই কর্মশালায় অবহিত করা হয়।

ইতিমধ্যে ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে নব ভারতের রূপকার নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করতে সারা ভারতের পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায়, মন্ডল, জেলা এবং বুথের আইটি ও সোশ্যাল মিডিয়ার কার্যকর্তাদের নিয়ে কর্মশালা চলছে। তারই অঙ্গ হিসেবে উত্তর জেলায় অনুষ্ঠিত হয় এই কর্মশালা।

এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি আইটি সেল’র ইনচার্জ চন্দন দেবনাথ, প্রদেশ সোশ্যাল মিডিয়ার ইনচার্জ অরিন্দম দেব, উত্তর জেলা বিজেপি দলের সহ-সভাপতি জহর চক্রবর্তী সহ জেলা মণ্ডল এবং বিভিন্ন বুথের আইটি ও সোশ্যাল মিডিয়ার কর্মীরা। এই কর্মশালাকে ঘিরে জেলা বিজেপি কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *