স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। দুটি পিস্তল ও চারটি ম্যাগজিন সহ এক যুবককে রেলওয়ে প্রটেকশন ফোর্সের কর্মীরা জিরানীয়া স্টেশনে আটক করেছে। ঘটনা মঙ্গলবার দুপুরে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী দিপঙ্কর সেনকে পরবর্তী সময়ে আগরতলা রেল স্টেশনে নিয়ে আসা হয়েছে এবং তাকে আগরতলা জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দিপঙ্কর সেনের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
রেলওয়ে প্রটেকশন ফোর্সের এক আধিকারীক জানিয়েছেন, ধৃত দিপঙ্কর সেনের বাড়ি সিপাহীজলা জেলার দেবীপুর এলাকায়। তাকে জিরানীয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নামতেই গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে দুটি ৭.৬৫ এমএম পিস্তল এবং চারটি ম্যাগজিন বাজেয়াপ্ত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সে এই পিস্তল ও ম্যাগজিন ডিমাপুর থেকে নিয়ে এসেছে। সেখানে হোজাইয়ের বাসিন্দা বিশ্ব দেব এর কাছ থেকে প্রতিটি পিস্তল ত্রিশ হাজার টাকা করে কিনে এনেছে। এই দুটি পিস্তল ও ম্যাগজিনগুলি আগরতলা স্টেশনের কাছে ইচাবাজার এলাকার নন্দু পাল নামে এক যুবকের কাছে হস্তান্তর করার কথা ছিল। পরে এই আগ্নেয়াস্ত্র ও ম্যাগজিন বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল।
রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে ধৃত দিপঙ্কর সেনকে আগরতলা জিআরপি থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে জোর জেরা করছে এই চক্রের সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের আটক করার জন্য। প্রসঙ্গত, রাজ্যে আগ্নেয়াস্ত্র চোরাচালানের একটি আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে দীর্ঘদিন ধরেই।