শান্তিরবাজারে স্বসহায়ক দলের সদস্যদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর।। বৃহস্পতিবার শান্তিরবাজার শহর পরিদর্শনে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। তিনি প্রথমে এসে শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে শান্তিরবাজার পৌর এলাকার স্বসহায়ক দলের সদস্যদের নিয়ে এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনাসভার মাধ্যমে বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা নিজ নিজ দলের বিভিন্ন কাজ সম্পর্কে দলকে ও নিজেদের পরিবারকে কিভাবে আর্থিক দিকদিয়ে সাবলম্বী করেছন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিভিন্ন দলের সদস্যরা বাংলা ভাষায় নিজ বক্তব্য উপস্থাপন করেন। স্বসহায়ক দলের স্বদস্যদের বক্তব্যগুলি সঠিকভাবে অনুবাদকরে কেন্দ্রীয় মন্ত্রীর নিকট উপস্থাপন করলেন জোলাইবাড়ীর বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। অবশেষে স্বসহায়ক দলের সদস্যদের বক্তব্য শেষে কিভাবে স্বসহায়ক দলকে আর্থিক দিক দিয়ে সাবলম্বী করা যায় ও কিভাবে সরকারি সুযোগ সুবিধাগুলি পাওয়া যায় তা নিয়ে কিছু বক্তব্য তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী উনার বক্তব্যের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। আজকের এই আলোচনাসভায় কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা।আজকের এই আলোচনা শেষে কেন্দ্রীয় মন্ত্রী শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌর পরিষদ দ্বারা নির্মিত ভেন্ডিং জোন পরিদর্শন করেন এবং সেখানে যেসকল ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বললেন। কেন্দ্রীয় মন্ত্রী সকলকে নিয়ে ভেন্ডিং জোনে ফুচকা খেলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *