স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৪ সেপ্টেম্বর।। উদয়পুর ড্রপ গেইট এলাকায় মেক্সি ট্রাক ও ওয়াগনার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুইজন এবং অল্পবিস্তর আহত হয়েছেন দুইজন। গুরুতর আহতদের মধ্যে একজন বিজেপি করবুক মন্ডল সভাপতি অতীন্দ্র রিয়াং। দুর্ঘটনায় আহতদের টেপানিয়াস্তিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় উদয়পুরের অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা।
জানা যায়, আমার মাটি আমার দেশ কর্মসূচি রয়েছে উদয়পুর গোমতী জেলা কার্যালয়। সেই কর্মসূচিতে যোগদান করতে বিজেপি করবুক মণ্ডল সভাপতি উদয়পুর যাওয়ার পথে ড্রপ গেইট এলাকায় তার গাড়ি দুর্ঘটনাগস্ত হয়। দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে গোমতী জেলা হাসপাতালে ছুটে যায় রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ ভারতীয় জনতা পার্টি অন্যান্য কার্যকর্তা ও পদাধিকারীরা। এদিকে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং দূর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করেছে। দূর্ঘটনার একটি মামলা নিয়েছে পুলিশ।