চণ্ডীগড়, ১২ সেপ্টেম্বর : বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী হিমাচল প্রদেশের উদ্দেশে রওনা দিয়েছেন।মঙ্গলবার সকালে স্বামী রবার্ট বঢরার সঙ্গে চণ্ডীগড় পৌঁছেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এখান থেকে তিনি হিমাচল প্রদেশের উদ্দেশে রওনা দেন। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা।
চণ্ডীগড় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং কংগ্রেস সভাপতি প্রতিভা সিং। চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছে প্রিয়াঙ্কা অনেক যাত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং সেলফিও তোলেন। চণ্ডীগড় ও মোহালি প্রশাসন সোমবার গভীর রাতে প্রিয়াঙ্কা গান্ধীর আসার খবর পায়।