জি-২০ সম্মেলন ভারতের প্রযুক্তিগত ক্ষমতা, অর্থনৈতিক শক্তি প্রদর্শন করেছে : জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর : দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতের প্রযুক্তিগত ক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক শক্তিও প্রদর্শন করা হয়েছে। সোমবার নয়াদিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চ-এর ‘ওয়ান উইক ওয়ান ল্যাব’ (ওডব্লুওএল) প্রোগ্রামের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে একথাই বলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে এই সরকার ঐতিহ্যগত জ্ঞান এবং অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির মধ্যে সংমিশ্রণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আমাদের একটি ঐতিহ্যগত জ্ঞান গ্রন্থাগার ছিল যা এখন টিকেডিএল নামে পরিচিত। প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ভারত মন্ডপম এবং আরও যেসব কাঠামো এই সরকার নির্মাণ করেছে সেগুলিতে রয়েছে পরম্পরাগত ঐতিহ্যের সঙ্গে সর্বশেষ বৈজ্ঞানিক বুদ্ধিমত্তা, প্রযুক্তি এবং স্থাপত্যের সর্বোত্তম সংমিশ্রণ। আমি আনন্দিত যে, প্রধানমন্ত্রী মোদীর অধীনে ভারত জি-২০ শীর্ষ সম্মেলনের নেতৃত্ব দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *