রাজপথে পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ি থেকে ঝাপ দিয়ে পালিয়ে গেল চালক, উদ্ধার ছয় লক্ষাধিক টাকার নেশা সামগ্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর : রাজধানী আগরতলা শহরে চোরাচালেনের সময় গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমানে নেশা সামগ্রী। তবে চালককে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ। উদ্ধার করা নেশা সামগ্রীর কালোবাজারী মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। সদরের এসডিপিও জানিয়েছেন চলন্ত গাড়ি থেকে ঝাপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চালক।এসডিপিও আরও জানিয়েছেন, সোমবার এক নেশা কারবারিকে পুলিশ নেশা সামগ্রী সহ আটক করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া যায়।

সেই তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার শহরের রাধানগর মোটরস্ট্যান্ড এলাকায় যানবাহনের উপর নজরদারী চালায়। পুলিশের একটি ম্যাজিক গাড়ির উপর সন্দেহ হয়। গাড়িটর নম্বর টিআর -০১- সি-৪৩০৫। গাড়িটিকে রাধানগর এলাকায় আটক করার চেষ্টা করা হয়। কিন্তু চালক ট্রাফিক সিগন্যাল না মেনে শহরের ভেতরে প্রবেশ করে। বিভিন্ন পথ দিয়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে ছুটতে থাকে। পুলিশও ওই গাড়িটির পিছু ধাওয়া করে।অফিস টাইমে শহরে যানবাহন বেশী চলাচল করে এবং ব্যস্ত সড়ক দিয়ে ওই গাড়িটি ছুটথে থাকে।

অবশেষে শহরের আইজিএম চৌমুহনী এলাকায় এসে চালক চলন্ত গাড়ি থেকে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পুলিশ কোনওরকম গাড়িটিকে নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের দূর্ঘটনা থকে রক্ষা করে। গাড়িতে তল্লাশী চালিয়ে প্রায় ছয় লক্ষ টাকার নেশাজাতীয় এসকফ সিরাপের বোতল বাজেয়াপ্ত করেছে। পুলিশ গাড়ির মালিক ও চালকের সন্ধানে তথ্য অনুসন্ধান করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *