চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর : বিভিন্ন সরকারি হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা। তিনি বলেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয়। এজিএমসি ও জিবিপি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা আরও নলেন, জেলা হাসপাতালগুলি শক্তিশালী করা গেলে জিবি হাসপাতালের উপর চাপ কমানো সম্ভব হবে।

অর্থের কোন সমস্যা নেই। কাজ করার ইচ্ছা থাকতে হবে। সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হবে। অনেক সময় রোগীর পরিবারের লোকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর চড়াও হয়। জন্ম মৃত্যু উভয় ক্ষেত্রে ডাক্তারদের প্রয়োজন। তাই এই ধরনের ঘটনা কাম্য নয়। তারপরও অনেক সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় এই ধরনের ঘটনা ঘটে যায়। মুখ্যমন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছে। সকলকে যেন স্বাস্থ্য বিমার আওতায় আনা যায়।

তার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে এইবারের বাজেটে। দ্রুত এই প্রকল্প লাগু করার জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। রক্তদান প্রসঙ্গে তিনি বলেন, বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু রক্ত তৈরি করা সম্ভব হয়নি। রক্ত তৈরি করা সম্ভব হলে একজন মানুষ আরেক জন মানুষের কথা চিন্তা করত না। বিভিন্ন দান রয়েছে, কিন্তু রক্তদানের উপর আর কোন দান নেই।

মানব ধর্মের উপর আর কোন ধর্ম হতে পারে না। রক্তের কোন ধর্ম হয় না। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এজিএমসি-র ভাইস প্রিন্সিপাল ডাক্তার সঞ্জিত দেববর্মা, জিবি হাসপাতালের এমএস শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা। শিবিরে এইদিন এজিএমসি ও জিবিপি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এজিএমসি-র পড়ুয়ারাও রক্তদান করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *