ধর্মনগরে চোরের দৌরাত্ম্য, প্রকাশ্যে দিবালোকে বাইক চুরি, পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১০ সেপ্টেম্বর।। উত্তর জেলা সদর ধর্মনগরে চোরের দৌরাত্ম্য। এখন চোরের দল বাড় ঘরে হানা দেওয়ার পাশাপাশি রাস্তা থেকে বাইক চুরি করছে। রবিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি পালসার বাইক চুরি হয়েছে।

জানা গিয়েছে, বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে একটি অনুষ্ঠানে অংশ নিতে টিআর ০৫-ই- ৫০০৫ কালো রঙের ১২৫ সিসির পালসার বাইক নিয়ে বিরাজ ধর দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ স্কুল সংলগ্ন এলাকায় তার বাড়ি থেকে এসেছিলেন। বেশ অনেকগুলি বাইক একসাথে দাঁড়া করানো ছিল। বের হয়ে তিনি দেখতে পান তার বাইকটি নেই। অনেক খোঁজাখুঁজির পর বাইকটি না পেয়ে অবশেষে ধর্মনগর থানার দ্বারস্থ হন। থানার পুলিশ তার অভিযোগ লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে বাইকটি উদ্ধার করার জন্য।

উল্লেখ্য এই নিয়ে বেশ কয়েকটি পালসার বাইক ধর্মনগর শহর থেকে চুরি হয়েছে। কয়েকদিন আগে ক্রমাগত বাইক চুরির পর একটি গোপন সূত্রকে কাজে লাগিয়ে ধর্মনগর থানার পুলিশ পার্শ্ববর্তী রাজ্য আসামের পাথারকান্দি থেকে বেশ কিছু বাইক উদ্ধার করেছিল। আশঙ্কা করা হচ্ছে চুরি যাওয়া বাইক চোরাচালান দেয়া হ আসামে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *