স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। নতুন জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার ফলে শিক্ষার ব্যাপক উন্নয়ন হচ্ছে। শুধু তাই নয় শিক্ষক শিক্ষিকাদের পাঠদানে যেমন সুবিধা হচ্ছে তেমনি ছাত্রছাত্রীদেরও শিক্ষা গ্রহণ সহজ হয়ে পড়েছে। রবিবার আগরতলায় ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র একথা বলেন।
পুর নিগমের মেয়র আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছে। তাই নতুন জাতীয় শিক্ষা নীতি চালু হয়েছে আমাদের রাজ্যে। আজ যাঁরা শিক্ষক রয়েছেন তাদের শিক্ষা গ্রহণ অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু, এখন এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। এখন ছাত্রছাত্রীরা অনেক সুযোগ সুবিধার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারছে এবং শিক্ষক শিক্ষিকারাও তাঁদের মনপ্রাণ দিয়ে শিক্ষা দান করতে পারছেন।উল্লেখ্য এদিন, ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন এসোসিয়েশনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।