অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার জাদুতে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল পিএসজির। ফরাসি ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লস ব্লাঙ্কোসরা। এর আগে প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালকে ১-০ ব্যবধানে হারিয়েছিল পিএসজি।
মাদ্রিদে এসেও গোল পেলেন ২৩ বছর বয়সী তারকা। কিন্তু কে জানত বিরতির পর এভাবে জ্বলে উঠবেন তার স্বদেশি বেনজেমা! মাত্র ১৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে রিয়ালকে অবিস্মরণীয় জয় এনে দিলেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
৩৯তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে শেষ পর্যন্ত গোলরক্ষক থিবু কোর্তোয়াকে পরাস্ত করতে পারেন এমবাপ্পে। রিয়ালের আক্রমণভাগে ত্রাস হয়ে উঠেছিলেন ফরাসি ফরোয়ার্ড। বিরতির আগে ও পরে অফসাইডের কারণে দুটি গোল বাতিল হয় তার। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নেইমার।
পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে ভিনিসিয়াস জুনিয়রের পাসে ৬১তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। এরপর হতভম্ব হয়ে যাওয়া পিএসজির রক্ষণভাগকে তছনছ করে দেন বার্নাব্যুর অধিনায়ক। হ্যাটট্রিক করতে লাগল ১৭ মিনিট।
৭৬ ও ৭৮ মিনিটে আরও দুই গোল করে মেসি-নেইমার-এমবাপ্পেদের শেষ আটে খেলার স্বপ্ন কেড়ে নেন ৩৪ বছর বয়সী বেনজেমা। বাকি সময়টা সেই ব্যবধান ধরে রেখে পিএসজির কোয়ার্টার ফাইনালে খেলার আশা কেড়ে নেয় কার্লো আনচেলত্তির দল।