ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিতর্কিত পেসার এস শ্রীশান্ত

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। ভারতের সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিতর্কিত পেসার এস শ্রীশান্ত। জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

৩৯ বছর বয়সী তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ। মুম্বাইতে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল জিতে সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসবও করেন তিনি। ভারতের হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতেন শ্রীশান্ত।

২০০৫ সালে ভারতের হয়ে অভিষেকের পর ক্যারিয়ারের উত্থান শুরু তার। কিন্তু পতন হতেও বেশিদিন লাগেনি এই আক্রমণাত্মক পেসারের। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হন তিনি। পরবর্তীতে কোর্টের নির্দেশে শাস্তির মেয়াদ কমার পরে মাঠে ফিরেছিলেন শ্রীশান্ত।

৪০ ছুঁই ছুঁই বয়সে এসে সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি। চলতি রঞ্জি ট্রফিতে কেরালার হয়ে প্রথম দুই ম্যাচ খেলে দুই উইকেট নেন তিনি। নিজের সেরাটা দিতে না পারার কারণে বুধবার বেশ কয়েকটা টানা টুইট ও এক সংক্ষিপ্ত ভিডিওতে অবসরের কারণ ব্যাখ্যা করেন শ্রীশান্ত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *