বক্সনগর ও ধনপুর কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে : বিজেপি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।।বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন বক্সনগর ও ধনপুরের নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে। তিনি নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরার জনগণ শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছিল তা এই উপনির্বাচনেও অক্ষুণ্ণ ছিল।

একইভাবে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাও তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন যে বক্সনগর ও ধনপুর বিধানসভার উপনির্বাচন উৎসবের মেজাজে অনুষ্ঠিত হয়েছে। তিনি এই দুই নির্বাচনী এলাকার জনগণকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৯.২ শতাংশ ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৩.৯২ শতাংশ। উল্লেখ্য, ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৫১টি ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৫৯টি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *