স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৫ সেপ্টেম্বর।। ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৯.২ শতাংশ ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৩.৯২ শতাংশ। উল্লেখ্য, ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৫১টি ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৫৯টি।
সকাল ৭টা থেকে নির্ধারিত সময়ে উভয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও কয়েকটি বুথে ইভিএম মেশিনে গোলযোগের কারণে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে এগোয়। বক্সনগর আসনে ক্ষমতাসীন বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন ১৪ নম্বর বুথে ভোট দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফাজ্জল বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং ভোটারদের ভোট দিতে কোনো অসুবিধা হবে না। সিপিআই (এম) নেতা আবু জাফরের উপর হামলার ঘটনা সম্পর্কে তিনি বলেছিলেন যে সিপিআই (এম) বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং গুরুতর কিছু ঘটেনি। তোফাজ্জল বলেন, সিপিআই(এম) মিথ্যা প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে বক্সনগরের মানুষ বিজেপিকে সমর্থন দেবে।
ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোট আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ দেখা গেলেও সূত্রের খবর, শুরু থেকেই বুথ জ্যাম ও ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ। ধনপুরের বিভিন্ন এলাকায় সকাল থেকেই ভোটারদের বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং বক্সানগর কেন্দ্রের ১৯ ও ১৪ নং দুটি বুথে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ।