রাজ্যের বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে শিক্ষক দিবস

স্টাফ রিপোর্টার, উদয়পুর / কুমারঘাট, ৫ সেপ্টেম্বর।। রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে শিক্ষক দিবস। উদয়পুরের রাজর্ষি হলে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত জাতীয় শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, মানবসম্পদ হল দেশের শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ গড়ার শ্রেষ্ঠ কারিগর হলেন শিক্ষক-শিক্ষিকাগণ। দেশের মানবসম্পদ যত শক্তিশালী হবে দেশ তত শক্তিশালী হবে। দেশে বর্তমান কেন্দ্রীয় সরকার নতুন জাতীয় শিক্ষানীতি চালু করেছে। প্রাকপ্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষাকে বিশ্বমানের করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতবর্ষ একদিন বিশ্বের শ্রেষ্ঠ দেশ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আজ আমেরিকা, চিনকে টেক্কা দিয়ে চলছে। আজ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। তাঁর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তার অবদান দেশবাসী আজ স্মরণ করছে।

অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, শিক্ষক-শিক্ষিকাগণ হলেন জাতির মেরুদন্ড। একজন শিক্ষকই পারেন দেশের মানবসম্পদকে সমৃদ্ধ করতে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদয়পুর বিদ্যালয় পরিদর্শক অলকানন্দ জমাতিয়া। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা আধিকারিক জৈন ভিক্টর রিয়াং।

অনুষ্ঠানে ৭৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনে ৬২তম শিক্ষক দিবসের অনুষ্ঠান আজ কুমারঘাট মহকুমায় মর্যাদার সাথে উদযাপিত হয়েছে। মহকুমার শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজিত হয় মানসী মিলনায়তনে। বিধায়ক ভগবান চন্দ্র দাস এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সরকার অগ্রাধিকার দিয়েছে। শিক্ষিত সমাজই পারে একটি উন্নত দেশ তৈরী করতে।

অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, শিক্ষকরা হলেন সমাজের মেরুদন্ড। শিক্ষকদের ছাড়া সমাজ-সভ্যতা ভাবাই যায়না। তিনি বলেন, প্রাচীনকালে ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্ররা পড়াশোনা করতে আসত। অনুষ্ঠানে ঊনকোটি জিলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার শিক্ষকদের পুঁথিগত শিক্ষার বাইরে ছাত্রছাত্রীদের মধ্যে আদর্শগত শিক্ষাদান করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সমতী দাস। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক তথা কুমারঘাট বিদ্যালয় পরিদর্শক বিড়লা সিং কলই। উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, কুমারঘাট বিএসি’র চেয়ারম্যান তপনজয় রিয়াৎ। অতিথিগণ অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমবেত সঙ্গীত পরিবেশন করে। মহকুমা ভিত্তিক অনুষ্ঠানের আগে বিদ্যালয়গুলোতেও শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজিত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *