৯ সেপ্টেম্বর আগরতলায় জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা হবে ২৯২৩ টি মামলা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। আগামী ৯ সেপ্টেম্বর আগরতলার ক্যাপিট্যাল কমপ্লেক্সস্থিত হাইকোর্ট অব ত্রিপুরা চত্বরে তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। হাইকোর্ট অব ত্রিপুরার পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের কাজ শুরু হবে সকাল ১০টায়। ঐদিন জাতীয় লোক আদালতে ৬৫টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

পশ্চিম ত্রিপুরা জেলার আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর আগরতলা কোর্ট চত্বরে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতের কাজ শুরু হবে সকাল ১০টায়। ঐদিন ১৬টি লোক আদালত/ব্যাঞ্চে ২৮৫৮টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

প্রসঙ্গত, রাজ্যে এই লোক আদালতে বহু মামলার নিষ্পত্তি হচ্ছে। বিশেষ করে মোটর ভেহিক্যালস এর মামলাগুলির ক্ষেত্রে জনগণ এই ধরনের লোক আদালতের ব্যাবস্থা করায় আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *