স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৪ সেপ্টেম্বর।। কৈলাসহরের ফুলবাড়ীকান্দি উত্তর বড়খলা ২ নং ওয়ার্ড এলাকার খেতের মধ্যে গরু প্রবেশ নিয়ে মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা হাজী আব্দুল মালিকের শ্বশুরবাড়ির খেতের মধ্যে ওই একই এলাকার বাসিন্দা কায়ুম আলির একটি গরু গিয়ে ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। এরপর সেই গরুটিকে হাজী আব্দুল মালিকের শশুর বাড়ির লোকেরা বেঁধে রাখে অভিযোগ।
এরপরই হাজি আব্দুল মালিকের শ্বশুরবাড়ির লোকেদের সাথে কায়ুম আলীর ছেলে পারভেজ আলীর বাকবিতন্ডা। এই খবর শুনতে পেয়ে হাজী আব্দুল মালিকের ছেলে আব্দুল মুকিত ঘটনাস্থলে ছুটে যায়। মীমাংসা করতে চাইলে ব্যর্থ হন। অভিযোগ আব্দুল মুকিত বাড়িতে যাবার সময় পারভেজ আলী নাকি উনাকে একটি কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে।
ফলে আব্দুল মুকিতের শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। আহত হন আব্দুল মুকিত। আব্দুল মুকিত কৈলাসহর থানায় পারভেজ আলী সহ তার পরিবারের তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।