স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। রেলের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে সোমবার সাকল সাড়ে নয়টা নাগাদ জিরানীয়া রেল স্টেশন এলাকায়। মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন সুত্রধর।বয়স ৬৫ বছর। তাঁর বাড়ি আসামে।
জিরানীয়া থানা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ধর্মনগর থেকে আগরতলাগামী রেলটি যখন জিরানীয়া এলাকায় পৌঁছে তখন ওই ব্যক্তি রেলের সামনে ঝাপ দেয়। তাতে তার দেহ ছিন্নভিন্ন হয় যায়। পরে জিরানীয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। পুলিশের তরফ থেকে মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি জিরানীয়া এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। কেন তিনি আত্মহত্যা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। মনোরঞ্জন সূত্রধরের মৃত্যুতে অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।