উপনির্বাচন : বক্সনগরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে ফ্ল্যাগ মার্চ

স্টাফ রিপোর্টার, বক্সনগর, ২৪ আগস্ট।। ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বক্সনগর ও তার আশপাশ এলাকায় সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে ফ্ল্যাগ মার্চ করা হয়। ফ্ল্যাগ মার্চের সময় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, জেলার পুলিশ সুপার বি জে রেড্ডি এবং সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীকুমার দেববর্মা। ফ্ল্যাগ মার্চের উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে জেলা শাসক জানান, ভোটারদের ভোটদানে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক শান্তি ও শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য ফ্ল্যাগ মার্চ করা হয়েছে।

তিনি আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে ভোট প্রদানে সামিল হওয়ার জন্য এলাকার সকল অংশের ভোটারদের প্রতি আবেদন জানিয়েছেন। ফ্ল্যাগমার্চে বিশাল সংখ্যক পুলিশসহ কেন্দ্রীয় সামরিক বাহিনীর জওয়ানগণ অংশ নেন।প্রসঙ্গত, ২০- বক্সনগর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিপাহীজলা জেলার সিনিয়র ডেপুটি কালেক্টর। এছাড়া বিডিও বক্সনগর, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর এবং সোনামুড়া রেভিনিউ সার্কেলের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন। ২০-বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২২ হাজার ১৬৬ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৯২১ জন রয়েছেন।

এছাড়াও সার্ভিস ভোটার ৭৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার ৫১০ জন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন ১৯৮ জন। ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা। এছাড়া এই কেন্দ্রে কাঁঠালিয়া ব্লকের বিডিও, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর নং ৩ এবং কাঁঠালিয়া ব্লকের অতিরিক্ত বিডিও অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ২৩- ধনপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৪৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৯৪৪ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২০৩ জন রয়েছেন।

তাছাড়াও এই কেন্দ্রে সার্ভিস ভোটার রয়েছেন ৮৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার রয়েছেন ৭০৭ জন এবং দিব্যাঙ্গ ভোটার ২৬৫ জন রয়েছেন।এদিকে, ৮০ ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গজনরা বাড়িতে নাকি নিজস্ব ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন। ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫১টি এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫৯টি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *