স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মার্চ।। ভারতের নির্বাচন কমিশন এক প্রেস রিলিজে জানিয়েছে দেশের ৬টি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার ১৩ জন সাংসদের কার্যকাল আগামী এপ্রিল, ২০২২-এ শেষ হচ্ছে। ত্রিপুরা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস (বৈদ্য)-এর কার্যকাল শেষ হবে আগামী ২ এপ্রিল, ২০২২-এ।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রিপুরা সহ ৬টি রাজ্যে রাজ্যসভার সদস্য নির্বাচন নিম্নলিখিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচনের নোটিফিকেশন জারি হবে ১৪ মার্চ, ২০২২ (সোমবার)। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হলো ২১ মার্চ, ২০২২ (সোমবার)। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ২২ মার্চ, ২০২২ (মঙ্গলবার) ।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হলো ২৪ মার্চ, ২০২২ (বৃহস্পতিবার)। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ, ২০২২ (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ করা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা হবে ৩১ মার্চ, ২০২২ (বৃহস্পতিবার) বিকেল ৫টায়। নির্বাচন কমিশন প্রেস রিলিজে জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে ২ এপ্রিল, ২০২২ (শনিবার)-র পূর্বে।