অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নামকিন’ মুক্তি পেতে চলেছে। চিরবিদায়ের আগে তিনি এই ছবিতে অভিনয় করেছিলেন। আগামী ৩১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইমে’ সিনেমাটি দেখা যাবে। এই সিনেমায় ঋষি কাপুরকে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির চরিত্রে দেখা যাবে। যেখানে তিনি অবসরের পর রান্নায় মনোনিবেশ করেন। এতে ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জুহি চাওলা।
‘শর্মাজি নামকিন’ সিনেমার প্রযোজক রিতেশ সিদ্ধওয়ানি বলেন,‘‘এই ছবিতে এক ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয়েছে। যিনি পড়ন্ত বয়সে এসে জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। আমরা সৌভাগ্যবান ঋষি কাপুরের মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করতে পেরেছিলাম।’
ঋষি কাপুর ২০২০ সালের এপ্রিলে ৬৭ বছর বয়সে পরলোক গমন করেন। তার মৃত্যুর দুই বছর পর সিনেমাটি মুক্তি পেতে চলেছে।