সৌদি প্রো লিগে জোড়া হার দিয়ে মরসুম শুরু করলেন রোনাল্ডো!

রিয়াধ, ১৯ আগস্ট :আল নাসেরকে আরব কাপে চ্যাম্পিয়ন করে দারুন খুশিতে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার সৌদি প্রো লিগের দ্বিতীয় মরসুমে খেলতে নেমেছেন রোনাল্ডো।

ভারতীয় সময় শুক্রবার মাঝরাতে সৌদি লিগে দ্বিতীয় ম্যাচে আল তাওউনের বিরুদ্ধে খেলতে নেমেছিল আল নাসের। প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেননি। দল হেরেছিল।দ্বিতীয় ম্যাচেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সাদিও মানেরা আল নাসেরকে বাঁচাতে পারলেন না। ম্যাচটি ২ গোলে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের।

বৃষ্টিভেজা ম্যাচে আল নাসের সমর্থকদের বিশ্বাস ছিল শেষমেশ রোনাল্ডো জিতিয়ে মাঠ ছাড়বেন। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাথায় হাত পড়েছে আল নাসের সমর্থকদের।এর ফলে সৌদি প্রো লিগে জোড়া হার দিয়ে মরসুম শুরু করলেন রোনাল্ডোরা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *