উত্তর প্রদেশের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রজনীকান্তের, রবিবার অযোধ্যা যাওয়ার সম্ভাবনা

লখনউ, ১৯ আগস্ট : উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। শনিবার লখনউ-তে এসে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছু সময় তাঁদের মধ্যে কথাও হয়েছে।

রবিবার পর্যন্ত উত্তর প্রদেশেই থাকবেন রজনীকান্ত। রবিবার অযোধ্যায় যাওয়ার কথা রয়েছে তামিল সুপারস্টারের। রজনীকান্ত নিজেই জানিয়েছেন, “হ্যাঁ, আগামীকাল যাওয়ার প্রোগ্রাম আছে।” সাংবাদিকদের এই উত্তর দেওয়ার পর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এদিকে, শনিবার অযোধ্যায় রামজন্মভূমিতে ভগবান রাম লাল্লার পূজার্চনা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম মন্দির নির্মাণের কাজও খতিয়ে দেখেন তিনি। কথা বলেন ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্মীদের সঙ্গে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *