পরকীয়ার জেরে দুই সন্তানের বাবাকে প্রেমিকার সাথে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৯ আগস্ট।। পরকীয়ার জেরে দুই সন্তানের বাবাকে প্রেমিকার সাথে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখল এলাকাবাসী। শুধু তাই নয় মারধর করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে শনিবার সাত সকালে বিলোনিয়া আইসি নগর মুন্ডা বস্তি এলাকায়। দুই সন্তানের বাবা এলাকার এক যুবতীর সাথে প্রেমে মজেছে ।

একই এলাকার তাদের বাড়ি। ওই ব্যক্তি যুবতীর বাড়িতে যাওয়া আসা করত প্রায়ই। বাড়ির লোকজনেরাও ঘুনাক্ষরে টের পায়নি। অবশেষে যুবতীর ভাইয়ের স্ত্রী অর্থাৎ বৌদির হাতে ধরা পড়ে। এই বিষয়টি বৌদি যখন ভাইকে জানাত ভাই বিশ্বাস করত না বোন এরকম কাজ করবে। উল্টো স্ত্রীকে মারধর করত বোনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে।শনিবার সকালে হাতেনাতে ধরা পড়ল ওই ব্যক্তি সহ যুবতী এলাকার কিছু যুবকের হাতে। ধরা পড়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা ।কিন্তু ব্যার্থ হয় তারা। বিদ্যুতের খুঁটির সাথে প্রেমিক প্রেমিকাকে বেঁধে রাখা হয়। খবর দেওয়া হয় তাদের বাড়ির লোকজনদের। খবর পেয়ে প্রেমিকের স্ত্রী, দুই সন্তান, বাবা, ভাই ছুটে আসে। স্বামীর এই অবস্থা দেখে শেষ মেশ স্ত্রী বলে উঠলেন উভয়ে বিয়ে করিয়ে দিতে। বিয়ের পর আর বাড়িতে যাতে পা না রাখে এই বলে কান্না জুড়ে দে স্ত্রী।

খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু প্রেমিক সহ যুবতীকে থানায় নিয়ে যেতে বাঁধা দেয় শাসক দলের নেতৃত্ব। সেখানেই বসে সালিসি সভা। সভায় মোটা অংকের টাকা দাবি করে যুবতীর বাড়ির লোকজন। কিন্তু ছেলের পক্ষ থেকে এত টাকা দিতে রাজি না হওয়ায় মিমাংসা ভেস্তে যায়। পুনরায় খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। পুলিশ গিয়ে থানায় নিয়ে যায় প্রেমিককে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *