কানপুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, চারটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

কানপুর, ১৮ আগস্ট : উত্তর প্রদেশের কানপুর জেলায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা। বন্যার ফলে গাঙ্গেয় অববাহিকায় অবস্থিত চারটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্যার আশঙ্কায় কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।সেখানকার জীব-জন্তুদেরও নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে

।গঙ্গা ব্যারেজ থেকে সিংপুর গ্রামের মধ্যে অবস্থিত ভগবানদিন পূর্ব গ্রামের রাস্তাগুলো প্লাবিত হয়েছে। এই গ্রামের প্রধান সড়কে জল ঢুকে প্রায় চল্লিশটি পরিবার গৃহহীন। হরিদ্বার এবং নারোরা ব্যারেজ থেকে ভারী জল আসায় কানপুরের শুক্লাগঞ্জ, কাটরি গ্রামের নিচু এলাকাতেও বন্যার ঝুঁকি বেড়েছে। জল জমে থাকার জন্য স্কুলে যেতে পারছে না শিশুরা। রাস্তাঘাটে বেরোতে সমস্যায় পড়তে হচ্ছে চল্লিশটি পরিবারকে। বাড়িরগুলির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে জল। জলস্তর বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে।

সবাই নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।জল বেড়ে যাওয়ার জন্য শুক্লাগঞ্জের রবিদাস নগর, ইন্দ্র নগর, শক্তি নগর, মনোহর নগরেও বন্যার জল পৌঁছেছে। এছাড়াও গঙ্গার তীরে অবস্থিত কারবালা, হোসেন নগর, শাহী নগর, সৈয়দ কম্পাউন্ড, চম্পা পূর্ব, তেজি পূর্ব, মনসুখ খেদা গ্রামগুলো এক মাস ধরে বন্যায় প্লাবিত হয়েছে। এরফলে এখানকার মানুষদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *