‘একজন কমেডিয়ান যে রাজনীতিবিদ হতে পারেন তাতে মানুষ অবাক হয়েছে’ : সাদারলুন্ড

অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে হামলা করার পর বিশ্বব্যাপী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জনপ্রিয়তা অনেকখানি বেড়েছে। একসময়ের কমেডিয়ান জেলেনস্কি যুদ্ধকালীন নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। সে কারণে তার অভিনীত কমেডি সিরিজের চাহিদাও বেড়েছে।

জার্মান গণমাধ্যম ডয়েচ ভেলে জানায়, ২০১৫ সালে ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’ সিরিজে তিনি স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে সিরিজটি দেখানোর উদ্যোগ নেয়া হয়েছে।

ওই কমেডি সিরিজে দেখা গেছে, রাষ্ট্রীয় দুর্নীতি নিয়ে দেয়া তার বক্তৃতার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর একসময় জেলেনস্কি প্রেসিডেন্ট হয়ে যান। তার এক ছাত্র ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করেছিল।

সিরিজটি ইউক্রেনে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বেশ কিছু পুরস্কারও জিতেছিল সেটি।

একো রাইটস নামের একটি প্রতিষ্ঠান ওই কমেডি সিরিজের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে। কোম্পানির ম্যানেজিং পার্টনার নিকোলা সাদারলুন্ড জানিয়েছেন, গত কয়েকদিনে সিরিজটির বিক্রি নাটকীয়ভাবে বেড়ে গেছে।

ব্রিটেনের চ্যানেল ফোর জানিয়েছে, তারা ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’ সিরিজ প্রচারের অনুমতি পেয়েছে। রবিবার তারা একটি পর্ব প্রচার করবে বলে জানিয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্য এমবিসি, গ্রিসের এএনটি ওয়ান ও রোমানিয়ার প্রো টিভি সিরিজটি দেখানোর অনুমতি পেয়েছে বলে জানিয়েছে একো রাইটস। বুলগেরিয়া, মলদোভা, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড ও জর্জিয়ার প্রচারমাধ্যমও অনুমতি নিয়েছে বলে জানিয়েছে তারা।

সাদারলুন্ড বলেন, ‘একজন কমেডিয়ান যে রাজনীতিবিদ হতে পারেন তাতে মানুষ অবাক হয়েছে। তিনি হয়েছেন।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *