অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবীণ অভিনেতাদের মধ্যে সাইফ আলি খান হলেন একজন। তিনি তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন। তিনি তাঁর অভিনয়ের দ্বারা দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাঁর ছবি ‘বান্টি অর বাবলি’ তে তিনি দর্শকদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছেন।
শোনা যাচ্ছে, পরবর্তী ছবিতে অভিনেতা প্রভাসের সাথে একসাথে কাজ করতে দেখা যাবে। তবে সাইফ আলী খানের যদি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা হয় তাহলে তিনি দ্বিতীয়বার বিবাহ করেছেন অভিনেত্রী কারিনা কাপুরকে। তাঁদের দুটি সন্তানও রয়েছে। প্রথম পুত্রের নাম হল তৈমুর আলি খান এবং দ্বিতীয় পুত্রের নাম হল জাহাঙ্গীর।
সম্প্রতি তাঁদের ছোট পুত্রের জন্মদিন বেশ আড়ম্বরের সাথে পালন করা হয়েছে। বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টিতে বলিউডের অনেক তারকারাই উপস্থিত ছিলেন। এই পার্টিতে উপস্থিত ছিলেন সাইফ আলী খানের প্রথম স্ত্রীয়ের বড় মেয়ে সারা আলি খানও। তিনি জাহাঙ্গীরের সাথে বেশ মজা করেছেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সারা এবং কারিনা কাপুরের সম্পর্ক খুবই ভালো। অভিনেত্রী সারা যখন শুটিং থেকে ছুটি পান তখন তিনি তাঁর বাবা এবং ভাইদের সঙ্গে দেখা করতে যান। তিনি মজা করে তাঁর বাবাকে বলেন, তাঁর বাবার প্রতিটি দশকেই একটি করে সন্তান হয়েছে। প্রথমে ২০ দশকে তারপর ৩০, ৪০ এবং ৫০ দশকে। তিনি জাহাঙ্গীরের জন্যে খুবই খুশি, কারণ তাঁর ছোট একটি ভাই হয়েছে। তিনি এটাও বলেছেন, ‘এই সন্তান আমার বাবা এবং কারিনার জীবনে উত্তেজনা আনতে চলেছে , তার জন্য আমি খুবই খুশি।’