অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির পুরোপরি নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনী। দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া এই তথ্য জানিয়েছে বলে বুধবার বিবিসির খবরে বলা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে মিডিয়াগুলো বলছে, বিদ্যুৎকেন্দ্রটির কর্মীরা স্বাভাবিকভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের যে রক্ষী বাহিনী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রক্ষা করছিলেন তারা তাদের অস্ত্র জমা দিয়েছে। এটির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে।
তবে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেকনোর অভিযোগ, রুশ সেনাবাহিনী বিদ্যুৎকেন্দ্রটির কর্মীদের জিম্মি করে রেখেছে। তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে।
তিনি সতর্ক করেন যে, রাশিয়া কেন্দ্রটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মিথ্যা বিবৃতি দিতে বাধ্য করবে। তারপর এটিকে প্রোপাগান্ডা চালানোর কাজে ব্যবহার করবে।
তবে রাশিয়া এবং ইউক্রেন কারও অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি বলে বিবিসি উল্লেখ করেছে।
গত সপ্তাহে রাশিয়ার সেনারা ইউরোপের সবচেয়ে বড় ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালায়। ভোরের দিকে গোলা হামলা চালালে বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি চুল্লির একটিতে আগুন ধরে যায়।
রাশিয়া ইচ্ছাকৃতভাবে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছিলেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে ‘পরমাণু সন্ত্রাস’ চালানোর অভিযোগও করেন।
বিশ্বনেতারাও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার নিন্দা জানান।