টুর্নামেন্টে তাদের পায়ের চিহ্ন পড়বে তো? এই প্রশ্ন এখন সব ক্রিকেটপ্রেমীদের মনে

অনলাইন ডেস্ক, ২৭ জুন।। আর মাত্র কয়েক মাস। তারপরই বাজবে দামামা। আরও একটি বিশ্বকাপে মেতে উঠবে পৃথিবী। অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এককভাবে এবার টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত। ১৯৭৫ সালে ইংল্যান্ড থেকে শুরু হয়েছিল এর যাত্রা। প্রথম দুই আসরেরই চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই উইন্ডিজকে নিয়েই যত শঙ্কা। টুর্নামেন্টে তাদের পায়ের চিহ্ন পড়বে তো? এই প্রশ্ন এখন সব ক্রিকেটপ্রেমীদের মনে।

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর হবে দশ দলের। স্বাগতিক ভারতসহ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল এরই মধ্যে জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি দুটি দল চূড়ান্ত হবে বাছাইপর্ব থেকে।

জিম্বাবুয়েতে চলমান বাছাইপর্ব খেলছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোও। ফেভারিটের তকমা নিয়ে যাওয়া লঙ্কানরা খেলছে দাপটের সঙ্গেই। তবে হোঁচট খেয়েছে প্রথম দুই আসরের শিরোপাজয়ী দল উইন্ডিজরা। জিম্বাবুয়ের সঙ্গে তারা পরাজিত হয়েছে ৩৫ রানে। নিজেদের অস্তিত্ব বাঁচানোর সময়ে এমন পরাজয়টা ধাক্কা দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে।

এখানেই থেমে থাকেনি। কাল তারা ৩৭৪ রানের বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচরা সেই রান তাড়া করে ড্র করলে খেলা গড়ায় সুপার ওভারে। আর সেখানেই ম্যাচটা হেরে গেছে তারা। আর তাতে শঙ্কা জেগেছে দলটির বিশ্বকাপের অংশ নেওয়া নিয়ে।

বাছাইপর্বে প্রথমে পাঁচটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলেছে। গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স। আর সুপার সিক্সে দলগুলোর প্রতিপক্ষ হবে অপর গ্রুপ থেকে উঠে আসা তিন দল। সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে বাছাইপর্বের ফাইনালে জায়গা করা দুই দলই খেলবে বিশ্বকাপে।

১৮ জুন থেকে হারারেতে শুরু হওয়া বাছাইপর্বের গ্রুপ পর্বের খেলা শেষ হবে আজ মঙ্গলবার। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বাকি থাকলেও ‘এ’ গ্রুপের সব খেলা শেষ হয়ে গেছে। এই গ্রুপে থাকা নেপাল ও যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। গ্রুপের তিন দল জিম্বাবুয়ে, নেদারল্যান্ড ও উইন্ডিজরা সেরা ছয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

তবে ওয়েস্ট ইন্ডিজ সুপার সিক্সে উঠেছে শূন্য পয়েন্ট নিয়ে। যেখানে সুপার সিক্সে ওঠা গ্রুপ ‘এ’–এর অন্য দুই দল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের পয়েন্ট ২। এই দল দুটির কাছে হারের কারণেই শূন্য থেকে শুরু করতে হবে তাদেরকে।

নিয়মানুযায়ী সুপার সিক্সে উঠে গেলেও গ্রুপ পর্বের কিছু পয়েন্ট সঙ্গে থাকবে। এই পয়েন্টগুলো হচ্ছে গ্রুপ পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচের পয়েন্ট। অর্থাৎ, ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের ম্যাচের পয়েন্ট। দুটি দলের সঙ্গেই হেরে যাওয়ায় কোনো পয়েন্ট আর তাদের থাকছে না।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যারিবীয়রা নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়া ২ পয়েন্ট থেকে বঞ্চিত হয়েছে। সুপার সিক্সে উঠেছে কোনো পয়েন্ট ছাড়াই। অন্যদিকে নেদারল্যান্ডস উইন্ডিজকে হারিয়ে আদায় করে নিয়েছে দুটি পয়েন্ট। অবশ্য ডাচরা হেরেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। দুই দলের বিপক্ষেই জয় থাকায় রোডেশিয়ানরা সুপার সিক্স শুরু করবে ৪ পয়েন্ট নিয়ে। বেশি পয়েন্ট নিয়ে সুপার সিক্স পর্ব শুরু করায় স্বাভাবিকভাবেই শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা বেড়েছে জিম্বাবুয়ের।

অন্যদিকে বি গ্রুপের আজ শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত খেলবে। শেষ ম্যাচে জিতলে ‘বি’ গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনালে খেলার ক্ষেত্রে তাই তারাও এগিয়ে রয়েছে। আর এখানেই পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *