অনলাইন ডেস্ক, ১০ জুন।। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বের সবচেয়ে বড় মূল্যবান পাথর রুবির নিলাম অনুষ্ঠান। অনুষ্ঠানে রেকর্ড দামে বিক্রি হয়েছে সবচেয়ে বড় রুবি পাথরটি।
নিলামে রুবিটির সর্বোচ্চ দাম উঠেছিল ৩৪ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩৭৬ কোটি টাকার বেশি। মোজাম্বিকের একটি খনি থেকে মূল্যবান এই পাথরটি পাওয়া গিয়েছিল যার নাম দেয়া হয়েছিলো ইসত্রেলা ডি ফিউরা।
যে খনিটিতে এটি পাওয়া গিয়েছিল তার নাম অনুসারে রুবিটির এই নামকরণ করা হয় ইসত্রেলা ডি ফিউরা। পর্তুগিজ ভাষায় যার অর্থ “ফুরার তারকা”। গত বৃহস্পতিবার নিউইয়র্কে এই নিলামের আয়োজন করে সোথবিস নামে এক প্রতিষ্ঠান জানায় বিবিসি নিউজ।
গত বছরের জুলাই মাসে মোজাম্বিকের খনি থেকে উত্তোলনের সময় রুবিটি ওজন ছিল ১০১ ক্যারেট। এটি উত্তোলন করেছিল ফুরা জেমস কোম্পানি। পরে রুবিটিকে কেটে ও পলিশ করে ৫৫ দশমিক ২ ক্যারেটে রূপ দেওয়া হয়। এর অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি লাল রঙে পরিণত হয়। তখন এটিকে ১০০ টুকরো করা হয়েছিল। ওই সময় পাথরটিকে নিলামে তোলা হবে বলে সোথবিসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল।
সোথবিসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ। ২৫ দশমিক ৫৯ ক্যারেটের ওই রুবিটি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালে সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি।