অনলাইন ডেস্ক, ৯ জুন।। নরেন্দ্র মোদী সরকারের ৯ বছরের শাসনকালকে ‘সফল’ আখ্যা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, বিগত ৯ বছরে দুর্দান্ত পরিবর্তন দেখেছে ভারত। ভোট ব্যাঙ্কের রাজনীতি আর নেই, বরং বর্তমানে ‘রিপোর্ট কার্ড’-এর রাজনীতি বিদ্যমান।
শুক্রবার সকালে রাজধানী দিল্লিতে বিজেপি নতুন দফতরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পাশাপাশি ভূমিপুজোও করেন তিনি। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শুধু দেশের সরকারই বদলাননি, জাতীয় রাজনীতির সংস্কৃতিও পাল্টে দিয়েছেন।
নাড্ডা আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী শুধু সরকারই বদলেছেন তা নয়, রাজনীতির সংস্কৃতিকেও পরিবর্তন করেছেন তিনি পরিবারবাদ’ থেকে, প্রধানমন্ত্রী মোদী এমন একটি সংস্কৃতি নিয়ে এসেছেন যেখানে একজন বিনয়ী ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, রাজ্য প্রধান এবং মুখ্যমন্ত্রীও হতে পারেন। ভোট ব্যাঙ্কের রাজনীতি থেকে আমরা রিপোর্ট কার্ডের রাজনীতি করতে এসেছি।