মহাসাগরের দেশ হাইতিতে বন্যার ৪২ জনের মৃত্যুর পর এবার আঘাত হেনেছে ভূমিকম্প

অনলাইন ডেস্ক, ৭ জুন।। উত্তর আটলান্টিক মহাসাগরের দেশ হাইতিতে বন্যার ৪২ জনের মৃত্যুর পর এবার আঘাত হেনেছে ভূমিকম্প। মঙ্গলবার হাইতিয়ান শহর জেরেমিতে ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি নিউজ।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, মঙ্গলবার (৬ মার্চ) ভোরে হাইতির গ্র্যান্ড’আনসেতে ৪ দশমিক ৯ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। যা রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল বলে জানানো হয়। হাইতিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে যে বাড়ি ধসে পড়ে পিষ্ট হয়ে তিনজন মারা গেছে।

তারা সবাই একই পরিবারের সদস্য। এছাড়া আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। গত কয়েকদিনের অতিবৃষ্টি ও ভূমিধসের কারণে ইতোমধ্যে হাইতিতে প্রাণ হারিয়েছেন ৪২ জন। এ ছাড়া ভূমিধসের কারণে ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এরমাঝেই দেশটিতে আঘাত হানল ভূমিকম্প।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *