স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ২ জুন।। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত কলেজ ক্যাম্পাস। কেরালা স্টোরি নিয়ে শুক্রবার কলেজ চত্ত্বরে ঘটলো পৃথক দুটি কলেজের পড়ুয়াদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। হলো কলেজ অধ্যক্ষের অফিসে ব্যাপক ভাংচুর। ঘটনা সামলাতে হিমসিম খেতে হলো উর্দিধারীদের। ঘটনা শুক্রবার কুমারঘাট মহকুমার ফটিকরায় আম্বেদকর কলেজে। ঘটনাকে ঘিরে একপক্ষ অন্য পক্ষের দিকে তুলছে অভিযোগের আঙ্গুল।
জানা গেছে চলতি মাসের ছয় তারিখে ফটিকরায় কলেজের অডিটোরিয়ামে কেরালা স্টোরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফটিকরায় কলেজ ইউনিট। কিন্তু এই সিদ্ধান্তে আপত্তি পাশ্ববর্তী কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের একাংশ পড়ুয়াদের। তাদের দাবী কলেজ অডিটোরিয়ামে এই ফিল্ম না দেখিয়ে তা দেখানো হোক প্রকাশ্যে।
এই নিয়ে শুক্রবার তারা ডেপুটেশন দিতে যায় কলেজ অধ্যক্ষের কাছে। আর তখনই বাধে ঝামেলা। ফটিকরায় কলেজের পড়ুয়াদের বক্তব্য বহিরাগত ছাত্ররা কলেজে ঢুকে মেয়েদের সাথে অসভ্যতামি করছিলো এতে প্রতিবাদ জানানোয় তাদের উপর মারধোর চালায় কৈলাশহর কলেজের ছাত্ররা এমনকি পরে কলেজ অধ্যক্ষের অনুপস্থিতিতে অফিসেও ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ ফটিকরায় কলেজের ছাত্রদের।
অন্যদিকে কৈলাশহর কলেজের ছাত্রদের তরফেও তোলা হয় পাল্টা অভিযোগ। তাদের বক্তব্য আগাম জানিয়ে কেরালা স্টোরি নিয়ে কলেজে ডেপুটেশন দিতে গেলে তাদের উপর ব্যাপক মারধোর করে ফটিকরায় কলেজের ছাত্ররা। যাই হোক সমস্ত ঘটনার মূল কাণ্ডারী কিন্তু একমাত্র কেরালা স্টোরি। এই স্টোরি নিয়েই চরম উত্তেজনা কলেজ চত্তরে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফটিকরায় থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনি। এই ঘটনায় আহত এবং রক্তাক্ত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে এদিন রিতিমতো রণক্ষেত্রের রূপ নেয় ফটিকরায়ের আম্বেদকর কলেজ চত্তর। পুলিশি হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেও ছাত্র সংঘর্ষ ঠেকাতে বেশ বেগ পেতে হয় পুলিশকেও। মোদ্দা কথা হলো, এক স্টোরি নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে তৈরী হয়ে গেলো অন্য স্টোরি। ঘটনা নিয়ে শিক্ষানুরাগী মহলে বইছে নিন্দার ঝড়।