আকাশে কালো মেঘ, থেমে থেমে ঝির ঝির বৃষ্টি, হাসি ফুটল জুমিয়াদের মুখে

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৭ মে।। আকাশে কালো মেঘ, থেমে থেমে ঝির ঝির বৃষ্টি। বইছে হাল্কা ঠান্ডা বাতাস। একদিকে প্রচন্ড গরমে সাধারণ মানুষের যেমন স্বস্তির নিঃশ্বাস অপরদিকে খুশীর জোয়ার গন্ডাছড়া মহকুমার জুমিয়াদের চোখে মুখে। জুমিয়াদের একমাত্র প্রার্থনাই হলো এখন প্রচুর বৃষ্টি দাও প্রভু।

প্রসঙ্গত ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত সিংহভাগ টিলা এবং পাহাড় অঞ্চলই সংশ্লিষ্ট এলাকার জুমিয়াদের দখলে। প্রতি বছরই জুমিয়ারা ওই সমস্ত টিলা বা পাহাড় অঞ্চলগুলিতে জুমচাষ করে উৎপাদিত ফসলের একাংশ বিক্রি করে ধানচাল নিজ ঘরে রেখে সংসার প্রতিপালন করে থাকে।

তবে অন্যান্য বছর ফাল্গুন চৈত্রের বৃষ্টিতেই জুম লাগানোর কাজ সম্পন্ন হয়ে যেত। কিন্ত এবার চৈত্রমাস পার হয়ে গেলেও বৃষ্টির দেখা পাচ্ছিলো না গন্ডাছড়া মহকুমার লোকজন। রাজ্যের অন্যান্য জায়গায় কিছুটা বৃষ্টিপাত হলেও গন্ডাছড়া মহকুমার মানুষজন তা থেকে ছিল বঞ্চিত। ফলে জুমচাষ নিয়ে গভীর সংকটে পড়েছিল মহকুমার জুমিয়ারা।

পরিশেষে বর্তমান বছরের বৈশাখ মাস পার হয়ে জ্যৈষ্ঠ আসতেই বৃষ্টির দেখা পেল মহকুমার সাধারণ মানুষ। ওই বৃষ্টিতে প্রচন্ড গরমের হাত থেকে যেমন অনেকটা স্বস্তির পেল সাধারণ মানুষ তেমনি জুমিয়াদের মুখেও হাসি ফুটলো। বৃষ্টির দেখা মিলতেই জুমিয়ারা সপরিবারে নিজ নিজ জুম টিলাগুলিতে জুম লাগানোর কাজে হাত লাগিয়েছে। জুমচাষীরা জুমগুলিতে শুধু ধান নয়।

বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ধানের সাথে বিভিন্ন শাকসব্জি, মিষ্টি কুমুর, লাউ, চালকুমুর তিল আরো কত কি ফসলাদি লাগাতে শুরু করে দিয়েছে। তবে বৃষ্টির অভাবে সময়মতো জুম ফসল লাগাতে পেরে অসময়ে জুম চাষ হওয়ায় কিন্তু জুম ফসলের উৎপাদন নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে জুমিয়াদের মধ্যে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *